প্রশ্ন: একদিন জোহরের সময় মসজিদে যেতে দেরি হওয়ায় আমরা দুজন সাথি মিলে কামরায় জামাত করি। আমি তার থেকে একটু পেছনে দাঁড়াই। কিন্তু তিনি আমাকে তার বরাবর দাঁড় করান এবং বলেন, এটাই মূল নিয়ম। একটু পিছিয়ে দাঁড়ানোর মাসআলা মূলত সাধারণ মানুষের জন্য, যাতে নামাজের মধ্যে ভুলক্রমে ইমামের থেকে এগিয়ে না যান। হুজুরের কাছে জানতে চাই, তার কথাটি কি ঠিক? দুজন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? জানালে উপকৃত হবো।-হাবীবুল্লাহ, মিরপুর, ঢাকাউত্তর: দুজন মিলে জামাত করলে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশে দাঁড়াবেন, নাকি কিছুটা পিছিয়ে দাঁড়াবেন— এক্ষেত্রে ফকিহগণ থেকে দুই ধরনের বক্তব্য রয়েছে। কোনো কোনো ফকিহ বলেছেন, এক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে ঠিক বরাবর দাঁড়াবেন। অর্থাৎ মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের পায়ের গোড়ালি বরাবর থাকবে। আর কোনো কোনো ফকিহ বলেছেন, এক্ষেত্রে মুক্তাদি ইমামের...