৩৩ বলে ফিফটি, শতক হাঁকান ৭৪ বলে। পরের ৬৭ বলে করেন ২১৪ রান। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সী ব্যাটার হারজাস সিং।নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার এই তাণ্ডব চালান হারজাস। ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হারজাস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ফিফটি পূর্ণ করেন মাত্র ৩৩ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও ৪১ বল। এরপরই ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন স্রেফ ১০৩ বলে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে লাগে মাত্র ২৯ বল। শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলে। হারজাসের ৩১৪...