প্রকৃতি আর প্রাণীর সঙ্গে মিতালী ছিল তাঁর। কখনও তিনি শিম্পাঞ্জির চোখে চোখ রেখে অবলোকন করেছেন প্রাণ-প্রকৃতির বিস্ময়কর রূপ। কখনও-বা আবিষ্কার করেছেন ঘন জঙ্গলের মাঝে শিম্পাঞ্জিদের শক্তিশালী পারিবারিক বন্ধন আর সামাজিক জীবন। মানুষ ছাড়াও প্রাণী যে যন্ত্র ব্যবহার করতে পারে, জটিল সমাজ গড়ে তুলতে পারে—এই বৈপ্লবিক আবিষ্কারের পেছনে যে মানুষটি ছিলেন, তিনি ড. জেন গুডঅল। একাধারে তিনি প্রাণীবিদ, নৃতত্ত্ববিদ ও সংরক্ষণকর্মী। বুধবার (১ অক্টোবর) পৃথিবীকে বিদায় জানালেন বিশ্বখ্যাত এই প্রাণীবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। এই প্রাণীবিদকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর প্রশংসায় ভাসলেন তিনি। সামাজিকমাধ্যমে রোববার (৫ অক্টোবর) জেনের বেশকিছু ছবি শেয়ার করে জয়া বলেন, ‘জেন গুডঅল। তাঁর নামই সব বলে দেয়। তাঁর সব ভালো, সবই মঙ্গলময়। কিছুদিন হলো তিনি দেহত্যাগ করেছেন। কিন্তু দেহত্যাগ করলেও তাঁর কীর্তি...