ভারতীয় এক জেনারেলের ‘পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া’ মন্তব্যের জবাবে পাল্টা হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাদের বিমানবাহিনীর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দিতে হবে। জিও নিউজে প্রকাশিত এক পোস্টে খাজা আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলো তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা মাত্র। তার দাবি, এসব কথার আড়ালে ভারতের অভ্যন্তরীণ চাপ ও জনমতের অবস্থা ফুটে উঠছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর বক্তব্যে আরও স্পষ্ট করে বলা হয়, ভারত কোনো আগ্রাসন এলে পাকিস্তান পিছু হটবে না। তাদের জবাব হবে দ্রুত, সুনির্দিষ্ট ও বিধ্বংসী। আইএসপিআর তাদের ভাষ্যে দাবি করে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের কিছু কাজকে সীমান্তপারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছে। আর ভারতীয় নেতারা নিজেরাই তাদের সামরিক সক্ষমতার...