ওপেনএআইয়ের ভিডিও এডিটিং অ্যাপ ‘সোরা’ যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষে ওঠার পর এবার গুগলও তার ‘জেমিনাই’ অ্যাপে বড় পরিবর্তন আনার পথে এগোচ্ছে। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি এখন এমন এক নতুন ইউজার ইন্টারফেইস পরীক্ষা করছে যা চ্যাটবট-স্টাইলের পুরনো ডিজাইন থেকে সরিয়ে অ্যাপটিকে আরও চোখ ধাঁধানো ও ভিজুয়ালভাবে আকর্ষণীয় করে তুলবে। এই নতুন সংস্করণে জেমিনাই অ্যাপটি থাকবে এক ধরনের স্ক্রল করার ফিডের চেহারায় যেখানে ব্যবহারকারীদের জন্য নানা প্রম্পট সাজেশন ও ছবিসহ আইডিয়া দেওয়া থাকবে। এসব দেখে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কীভাবে এআইটিকে কাজে লাগানো যায়। প্রযুক্তি সাইট ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ সম্প্রতি জেমিনাই অ্যান্ড্রয়েড অ্যাপের একটি সংস্করণে এই পরিবর্তনের ইঙ্গিত খুঁজে পেয়েছে। যদিও এটি এখনো চালু হয়নি, এক রিভার্স ইঞ্জিনিয়ার কোড বিশ্লেষণ করে অ্যাপটির নতুন হোম স্ক্রিন সক্রিয় করতে পেরেছেন। সেখানে দেখা গেছে,...