ইরানীয় ইরগিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসমাইল ক্বানি জানিয়েছেন, অক্টোবর ২০২৩-এ ইসরায়েলের বিরুদ্ধে চালানো অল-আকসা স্টর্ম অভিযান এমন কঠোর গোপনীয়তায় সম্পন্ন হয়েছিল যে মৃত হামাস নেতা ইসমাইল হানিয়ে বা সাইয়েদ হাসান নাসরাল্লাহ পর্যন্ত এর সময়সূচি জানতেন না। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ক্বানি বলেন, “উল্লেখযোগ্য বিষয় হলো, এই অভিযান শুরু হওয়ার সঠিক সময় neither আমরা, না সাইয়েদ হাসান, বা হামাসের উচ্চপদস্থ নেতারা জানতাম না। গাজার অভিযান শুরু হওয়ার ঘোষণা আসে তখন হানিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন ইরাক ভ্রমণের জন্য এবং ফেরার পথে কার্যত এ খবর জানতে পারেন।” তিনি আরও ব্যাখ্যা করেন, যদিও কেউ আগেই জানেনি, “শহীদ সাইয়েদ হাসান নাসরাল্লাহ সাবধানে ও পরিকল্পিতভাবে প্রয়োজনীয় ধাপগুলো নির্ধারণ করেছিলেন।” ক্বানি বলেন, “শহীদ নাসরাল্লাহ সংবেদনশীল মুহূর্তে জিওনিস্টদের বিরুদ্ধে মানসিক ও সামরিক যুদ্ধে প্রজ্ঞা এবং দৃঢ়তার সঙ্গে...