পাকিস্তান এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান বিন্দুমাত্র ছাড় দেবে না। পাশাপাশি বলা হয়েছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি স্বরূপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য শুধুমাত্র আঞ্চলিক শান্তি বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উসকে দিতে পারে। পাকিস্তানের ভাষ্য, ভারত দীর্ঘদিন নিজেদেরকে হামলার শিকার হিসেবে উপস্থাপন করলেও, বাস্তবে তারা দক্ষিণ এশিয়া ও এর বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে। এর আগে ভারতের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার...