সাবেক পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়া নাকি ভারতীয় নাগরিকত্ব নিতে যাচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার এক্সে (পূর্বে টুইটার) এক দীর্ঘ পোস্টে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানের জনগণের কাছ থেকে তিনি ভালোবাসা পেলেও নিজের খেলার জীবনে ধর্মীয় বৈষম্য ও জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার মুখে পড়েছিলেন। ৪৪ বছর বয়সী কানেরিয়া উইকেটকিপার নিল দালপাত-এর পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তিনি ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলে মোট ২৭৬ উইকেট নিয়েছেন। এক দশকেরও বেশি সময় পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কানেরিয়া লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কেন পাকিস্তান নিয়ে কথা বলি না, কেন ভারতের বিষয়ে মন্তব্য করি, কিংবা আমি নাকি সবই করছি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। আমি বিষয়টা পরিষ্কার করতে চাই। পাকিস্তান ও তার...