ঢাকা: ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের শোস্তকা স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরআল জাজিরা।প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনাটি শোস্তকা স্টেশনে। হামলাটিকে “বর্বর” বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “রুশদের খুব ভালো করেই জানা আছে, তারা বেসামরিক জনগণের ওপর হামলা চালাচ্ছে।”স্থানীয় প্রসিকিউটররা বলেন, ধ্বংসস্তূপের একটি বগিতে ৭১ বছর বয়সী একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত।ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ‘রাশিয়া পরপর দুটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়, প্রথমে স্থানীয়...