জরিমানা ও অতিরিক্ত চার্জ পরিশোধের শর্তে দুবাই প্রবাসী মাহেশ মালকানি অবশেষে তার জব্দ হওয়া রোলেক্স ঘড়ি ফেরত পাচ্ছেন। গত বছর মার্চে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তার রোলেক্স সাবমেরিনার ঘড়ি (মূল্য প্রায় ৫৬ হাজার দিরহাম বা ১ কোটি ৮৫ লাখ টাকা) জব্দ করে। অভিযোগ ছিল, তিনি গ্রিন চ্যানেলে ঘড়িটি ঘোষণা করতে ব্যর্থ হন। খবর খালিজ টাইমসের। পরে কাস্টমস বিভাগ জানায়, জরিমানা (সাড়ে ৭ হাজার দিরহাম বা ২ লাখ ৪৮ হাজার টাকা) ও অতিরিক্ত শাস্তিমূলক ফি (৬ হাজার ২৫০ দিরহাম বা ২ লাখ ১৬ হাজার টাকা) পরিশোধ করলে ঘড়িটি পুনরায় রপ্তানি করা যাবে। তবে তারা এটিকে “বাণিজ্যিক পরিমাণ” বলে দাবি করে, যা নিয়ে আদালতে যায় মালকানি। দিল্লি হাইকোর্ট রায়ে স্পষ্ট করে দিয়েছে, “একটি রোলেক্স ঘড়িকে কখনও বাণিজ্যিক পরিমাণ হিসেবে...