নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে অবিশ্বাস্য ভাগ্যবান হয়েছেন হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই বাংলাদেশি। ৪৪ বছর বয়সী হারুন, যিনি শারজাহ শহরে ট্যাক্সি চালান, জিতে নিয়েছেন বিশাল গ্র্যান্ড জ্যাকপট—২ কোটি দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি)! অন্যদিকে ৪৩ বছর বয়সী সাইফুল ইসলাম, যিনি আমিরাতে একটি স্পেয়ার পার্টস দোকানে কাজ করেন, জিতে নিয়েছেন তার স্বপ্নের গাড়ি—রেঞ্জ রোভার ভেলার! হারুন ২০০৯ সাল থেকে লটারি কিনছিলেন—১৫ বছর পর মিললো কাঙ্ক্ষিত পুরস্কার। ফোনে জয়ের খবর শুনে তিনি কিছু বলতে না পেরে শুধু বলছিলেন, “ওকে... ওকে…” সাইফুল দীর্ঘদিন দলবেঁধে টিকিট কিনলেও এবার একাই অংশ নিয়েছিলেন। আর সেই একক চেষ্টাই এনে দিলো বিলাসবহুল গাড়ি। উচ্ছ্বসিত সাইফুল বলেন, “আমি এখনো বিশ্বাস...