দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষত ভারত ও পাকিস্তানে, মহিলারা মোটরসাইকেলের পিছনে বসার সময় প্রায়শই একপাশে পা ঝুলিয়ে বসেন। এটি শুধুমাত্র পুরনো প্রজন্মের মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নয়, ১৯৮০-৯০-এর দশকের নারীও এভাবে বসার রীতি মেনে চলেছেন। পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেনিথ ইরফান সম্প্রতি একটি ভিডিওতে এই চিরচেনা প্রশ্নের উত্তর দিয়েছেন। ইরফান, যিনি পাকিস্তানের প্রথম মহিলা যিনি দেশজুড়ে মোটরসাইকেলে ভ্রমণ করেছেন, জানান, এই রীতির কোনো বৈজ্ঞানিক কারণ নেই। বরং এটি শত শত বছরের পুরনো সামাজিক প্রথার ফল। জেনিথ ইরফানের তথ্যে, এই রীতির সূত্রপাত হয়েছে ১৪শ-১৫শ শতকে। প্রিন্সেস অ্যান অফ বোহেমিয়া তাঁর ঘোড়ায় চড়ার সময় দুই পা ফাঁকা করে বসা অশ্লীল বিবেচিত হওয়ায় একপাশে পা ঝুলিয়ে বসতেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, তিনি এভাবে প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছিলেন। ব্রিটিশ শাসন কালে এই প্রথা...