ঢাকা: গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল প্রাথমিক পর্যায়ে নিজ অবস্থান থেকে সরে আসতে সম্মত হয়েছে এবং হামাস সেই সিদ্ধান্ত নিশ্চিত করলেই সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হবে। রোববার (৫ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই প্রাথমিক প্রত্যাহার সম্মতি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পথে একটি বড় কূটনৈতিক অগ্রগতি। এর আগে শনিবার হামাস জানায়, আলোচনার পর ইসরায়েল যে প্রাথমিক সীমারেখা থেকে সরে আসতে সম্মত হয়েছে—তা তাদের দেখানো ও জানানো হয়েছে। ফলে উভয় পক্ষ থেকেই সমঝোতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।এরপর ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, শুরু হবে বন্দি ও কয়েদি বিনিময় এবং...