ঢাকা: সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এতে সরাসরি অংশ নিচ্ছেন না সাধারণ ভোটাররা।দেশটির জনগণ এরই মধ্যে ভোটের মাধ্যমে একটি ইলেকটোরাল কলেজ (নির্বাচনী পরিষদ) গঠন করেছে, যা ২১০ আসনের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য নির্বাচন করবে। অবশিষ্ট এক-তৃতীয়াংশ সদস্য নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।প্রায় ১৩ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর দশ মাস আগে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। তার পতনের পর এই প্রথমবারের মতো নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। তবে পরোক্ষ এই নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ভোটারদের বড় অংশের অভিযোগ—এই নির্বাচন গণতন্ত্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সূত্র: বিবিসি নিউজনিউজজি/এস আর ঢাকা: সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এতে সরাসরি অংশ নিচ্ছেন...