আগের ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচেই থামে জাবি আলোনসোর দলের জয়যাত্রা। অবশেষে ভিয়ারিয়ালকে পেয়ে আবারও জয়ের ধারায় ফিরে এলো তারা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল আর কিলিয়ান এমবাপের এক দুর্দান্ত ফিনিশিং এ, শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লজ ব্লাঙ্কোজরা। গোল করলেও চোটে পড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৮৩তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। ৮ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে আজ ম্যাচ রয়েছে বার্সার। এই ম্যাচ পর হয়তো আবারও বার্সেলোনা শীর্ষে উঠে আসবে। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইলো ভিয়ারিয়েল। অ্যাটলেটিকোর কাছে লজ্জাজনক হারের পর এক সপ্তাহের মাথায় জয়টিই ছিল জাবি আলোনসোর দলের জন্য...