আয়োজকদের পক্ষ থেকে আগেই জানা গিয়েছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত বাংলাদেশে কনসার্ট করবেন। এবার জানা গেল তার সঙ্গে এদিন দেশের রকস্টার মাহফুজ আনাম জেমসও মঞ্চে থাকবেন, যা এতদিন সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছিল।এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে শ্রোতাদের জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। যেখানে ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং স্টুডেন্ট এক হাজার ৪৯৯ টাকা।কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আলী আজমত দ্য ভয়েজ অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। আগামী ১৪ নভেম্ববর এটি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আয়োজনটি নিয়ে অনলাইনে শুরু হয়েছে প্রচারণা। পাকিস্তানের এই শিল্পী এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে বাংলাদেশে আসলেও এবরই প্রথম একক সফরে...