চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিতে এ বছর পরিচালনায় রায়হান রাফী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলিমুজ্জামান পাচ্ছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার। এক বিজ্ঞপ্তিতে ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম বলেন, আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমার' সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্টের' পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। পুরস্কার হিসেবে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট দেওয়া হয়। ইতিমধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও...