দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো সানায়ে তাকাইচির, যার লক্ষ্য মার্গারেট থ্যাচারের মতো হওয়া। যিনি বর্তমানে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। দুই দফা ব্যর্থতার পর অবশেষে ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। এই জয় তাকাইচিকে নিয়ে যাচ্ছে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায়। একসময় টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন তাকাইচি। এখন তাকে নেতৃত্ব দিতে হবে এক এমন রাজনৈতিক দলকে, যা জনঅবিশ্বাসের মধ্য দিয়ে টিকে থাকতে লড়ছে এবং একদিকে আবার ডানপন্থি উত্থানের চাপ সামলাতে হচ্ছে। ১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্ম নেওয়া তাকাইচির বাবা ছিলেন অফিসকর্মী, মা ছিলেন পুলিশ কর্মকর্তা। রাজনীতি ছিল তার পরিবারের বাস্তবতা থেকে বহু দূরের বিষয়। তরুণ বয়সে তিনি হেভি মেটাল সঙ্গীতের ভক্ত ছিলেন,...