সবুজ পাহাড় আর নীল জলের মনোরম মেলবন্ধন—নাইক্ষ্যংছড়ি লেক যেন প্রকৃতির আঁচড়ে আঁকা এক নিখুঁত ছবি। বান্দরবানের দক্ষিণের প্রবেশদ্বার নাইক্ষ্যংছড়ি উপজেলার এই কৃত্রিম লেকটি এখন শুধু পর্যটনের আকর্ষণ নয়, স্থানীয় মানুষের জীবনের অংশও বটে। তবে সৌন্দর্যের এই লেক আজ পড়েছে অবহেলা, দূষণ ও প্রশাসনিক উদাসীনতার কবলে।১৯৯০-এর দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পাহাড়ি ঝরনার পানি আটকে এই লেক নির্মাণ করা হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমানের পরিকল্পনায় গড়ে ওঠে ‘উপবন পর্যটন কেন্দ্র’। ঝুলন্ত সেতু, ওয়াচ টাওয়ার, বিশ্রামাগার, নৌবিহার ও শিশুদের কিডস জোন—সব মিলিয়ে এটি দ্রুতই জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়।উপজেলা সদর ও আশপাশের কয়েক হাজার মানুষের পানীয় জলের উৎস এই লেক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লেকের পানি ক্রমেই ঘোলা হয়ে পড়ছে। পাহাড় ধসের পলি, প্লাস্টিক বর্জ্য ও আশপাশের ইটভাটার ধোঁয়ায়...