টানা দ্বিতীয় ম্যাচ গোল পেলেন না লিওনেল মেসি। তবে টানা দুই ম্যাচে তার বড় ভূমিকা থাকবে না, তা তো আর হয় না! গোল করতে না পারলেও তিনটি গোল বানিয়ে দিলেন তিনি। ইন্টার মায়ামি পেল বড় জয়ের দেখা। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভোলুশনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। মেসি গোল না পেলেও তার স্বদেশী উইঙ্গার তাদেও আইয়েন্দে করেন দুটি গোল। মেসির দীর্ঘদিনের সঙ্গী ও সতীর্থ জর্দি আলবা করেন দুটি গোল। তিন অ্যাসিস্টের মাঝে একবার জালের দেখা পান মেসিও। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বাংলাদেশ সময় রোববার ভোরে এই ম্যাচের শুরুতে বিশেষ এক আয়োজন ছিল সের্হিও বুসকেতসকে নিয়ে। এই মৌসুম শেষে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। তার স্ত্রী ও সন্তানেরা, মায়ামির মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের অনেকেই...