দখলদার ইসরায়েলের হাতে জিম্মি ফিলিস্তিনের সমর্থন ও গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন, তারা মিছিলও করেছেন।খবর রয়টার্সের রোববার (৫ অক্টোবর) সংবাদ সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, প্রতিবাদকারীরা বিশাল একটি ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেন এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান। তাদের অনেকেই এই যুদ্ধকে ‘ফিলিস্তিনি জনগণের গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন। স্পেনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। অনেকে বলেন, এখনই সময় বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর। বিক্ষোভে অংশ নেওয়া সান্দ্রা বলেন, হামাসের পরিস্থিতি জটিল। তাদের শুধু নিজেদের দাবি নয় সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি হতাশ করে, তা হলো একটি তৃতীয় শক্তিশালী দেশ (যুক্তরাষ্ট্র) গাজার মানুষের ভাগ্য নির্ধারণ করছে, অথচ তাদের মতামতই চাওয়া হচ্ছে...