রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করেছে। হামলার পরপরই তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেল–১২ জানায়, হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এবং বেন গুরিয়নের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বাহিনী ইসরায়েলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টি ড্রোন পাঠিয়েছে। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে...