২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারে অন্তর্র্বর্তী সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। এসব অর্থ উদ্ধারে সরকারের বেশি মনোযোগ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপের কয়েকটি দেশের দিকে।কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের একটি বিপুল অংশ এসেছে কানাডায়। অর্থ পাচার করে কানাডায় এরা সম্পদের পাহাড় গড়েছেন। এদের মধ্যে অন্তত ১ হাজার জন এখন কানাডায় অবস্থান করছেন। ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন; তাদের নিয়ে চর্চা হলেও কানাডায় অবস্থানরত অর্থ পাচারকারীদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই। উন্নত জীবনের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে স্থায়ীভাবে অভিবাসী হচ্ছেন বাংলাদেশিরা। কানাডা সরকারের তথ্যমতে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর ৩ হাজারের অধিক বাংলাদেশি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন। আর ২০০৬ থেকে ২০২৪ সালের...