০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এর আগে উপজেলা নির্বাহী অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল...