ভারতের দার্জিলিংয়ে একটানা ভারী বৃষ্টির কারণে মিরিক ও কার্শিয়াংকে সংযুক্তকারী দুধিয়া আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ শহর এবং পর্যটন এলাকাগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার (৫ অক্টোবর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি-এর বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে অধিকাংশ স্থানে হালকা থেকে...