রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনী দুইজনকে আটক করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটকরা চাকরি না পেয়ে ক্ষোভ থেকে বাসে আগুন দিয়েছেন। তবে সেনাবাহিনী বলছে, চাঁদা না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে একটি চক্র। ঘটনা ঘটে গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর-১০, সেনপাড়ায়। স্থানীয়দের বরাতে জানা যায়, চারজন মিরপুরের কাজিপাড়ার মেট্রোরেল পিলারের কাছে বাসটি দাঁড় করায়। এরপর যাত্রীদের নামিয়ে দুজন বাসে উঠে আগুন ধরান। একই সময়ে বাসের নিচ থেকে দু’রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে রূপনগরের ইস্টার্ন হাউজিং থেকে নেসার ও দিপু নামে দুই যুবককে আটক করে। যদিও দিপু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আটক নেসার দাবি করেছেন, চাকরি না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন। নেসার বলেন, “চারজন...