বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জুলাই বিপ্লব মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসী রাজুকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। তারপর...