০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম পাকিস্তান ভারতের সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি সতর্ক করেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন সংঘাত তৈরি হলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। পাকিস্তান আরও জানিয়েছে, এবার তারা আর সংযম দেখাবে না এবং কোনো দ্বিধা ছাড়াই শক্তভাবে প্রতিক্রিয়া দেবে। শনিবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে। একদিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেছেন, “পরেরবার ভারত আর সংযম দেখাবে না, যদি পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা চালায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।” এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্ক করে জানান, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো অ্যাডভেঞ্চার করে, তবে ভারত ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে এমন কঠোর জবাব দেবে। ‘সির ক্রিক’...