০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ব্যক্তি ছয় মাস ধরে কোটের পকেটে রেখে দেওয়া লটারি টিকিটে অর্জন করেছেন বিপুল অর্থ। শীতকালে টিকিটটি কোটের পকেটে রেখে দেন তিনি, কিন্তু গ্রীষ্মে কোট আর ব্যবহার না করায় পুরো সময়টি তিনি ভুলে বসে ছিলেন। অবশেষে লটারি কোম্পানির খোঁজ ও রেডিও বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজের ভাগ্য জানতে পারেন। ঘটনাটি ঘটেছিল ছয় মাস আগে, মার্চ মাসে। জার্মানিতে তখন শীতকাল এবং বাইরে বের হওয়ার সময় কোট পরা প্রয়োজন। ওই ব্যক্তি লটারির টিকিট কিনে সেটি কোটের পকেটে রাখেন। লটারি কোম্পানি নির্ধারিত সময়ে বিজয়ী নম্বর ঘোষণা করলেও, কেউ পুরস্কার দাবি করতে আসেনি। প্রতিদিন কয়েকজনের চেষ্টা ব্যর্থ হয় এবং কোম্পানি নানা মাধ্যম—পত্রিকা, রেডিও, পোস্টার—মাধ্যমে বিজয়ীর খোঁজ শুরু করে। বসন্ত পেরিয়ে গ্রীষ্ম...