জাপানের হোনশু দ্বীপের পূর্ব উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৫০ কিলোমিটার গভীরে ঘটেছে। রোববার (৫ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের অবস্থান ছিল অক্ষাংশ ৩৭.৪৫ উত্তর, দ্রাঘিমাংশ ১৪১.৫২ পূর্ব। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮টা ৫১ মিনিটে রেকর্ড করা হয়েছে। জাপান পুরোপুরি একটি সক্রিয় ভূকম্প অঞ্চলে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে ঘন ভূকম্পন নেটওয়ার্কের কারণে দেশটি প্রায় প্রতিটি ভূমিকম্প রেকর্ড করতে সক্ষম। দেশটি প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার” অঞ্চলের অংশ, যেখানে মাঝে মাঝে নিম্ন-তীব্রতার কম্পন এবং আগ্নেয়গিরির কার্যকলাপ লক্ষ্য করা যায়। জাপানে ভূমিকম্পের তীব্রতা সাধারণত শিন্ডো স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়, যা স্থানীয় তীব্রতা নির্দেশ...