ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখা ও গত সংসদীয় নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজধানী তিবলিসিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে গেলে তাদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে ভাঙচুর ঠেকায় এবং বহু বিক্ষোভকারীকে আটক করে। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকালে রাজধানীর রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়ার ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে পথে নেমে সরকারবিরোধী স্লোগান তুলে। বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ না নিয়ে বর্জন করায় বিক্ষোভ শুরু হয়। অপেরা গায়ক পাতা বুড়চুলাদজে বিক্ষোভিকেও নেতৃত্ব দেন এবং সরকারের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনেই ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। বিবিসি...