খাগড়াছড়ি পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় এক পরিপত্রে এ আদেশ দেন জেলা প্রশাসক। অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তাই ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে জুম্ম ছাত্র-জনতা। বলা হয়, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলায় সকাল-সন্ধ্যা...