মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম ও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) স্থানীয় প্রতিরক্ষা ও হাসপাতালের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার আল-তুফাহ পাড়ার এক আবাসিক বাড়িতে বিমান হামলায় ১৮ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতটি শিশু রয়েছে, জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স টেলিগ্রাম। দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলেও হামলা হয়েছে, যেখানে দুই শিশু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আল-মাওয়াসি বহু লোকের জন্য নিরাপদ মানবিক এলাকা হিসেবে বিবেচিত হলেও, স্থানীয়রা অভিযোগ করেছেন, এ অঞ্চলও বারবার হামলার লক্ষ্য হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার চিকিৎসা সুবিধা...