দূর থেকে দেখে শিশু পার্ক কিংবা বিনোদনকেন্দ্র মনে হলেও এটি অজপাড়া গাঁয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। আর এই কৃতিত্ব অর্জনের পেছনের মূল কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম (৫৩)। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ছিলো অবহেলিত। শহিদুল ইসলাম এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর তার ঐকান্তিক প্রচেষ্টায় কয়েক বছরের মধ্যেই বদলে গেছে বিদ্যালয়ের পুরো চিত্র। এখন বিদ্যালয়ের পাসের হার শতভাগ। শিক্ষক শহিদুল নিজের কাজের জন্য ২০১৯ সালে একবার দেশসেরা প্রধান শিক্ষক হয়েছিলেন। সৎ ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলতে নিজ উদ্যোগে স্কুলে ‘সততা স্টোর’ চালু ও শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে ‘বন্ধু টিম’ এর মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তিনি রীতিমতো সাড়া ফেলে দেন দেশব্যাপী। বিদ্যালয় ও শিক্ষার্থীদের...