ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা গাজার চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি।’ ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি, যেখানে হাজার হাজার শিশু ইতোমধ্যেই মারা গেছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, অসংখ্য মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই হাঁটছে। কেবল একটি সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। ’ তিনি আরও যোগ করেন, ‘৪ অক্টোবর দুপুর ১২টায় বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া-তে আমরা রাস্তায় নামব এই গণহত্যা বন্ধের দাবিতে। ’ গার্দিওলার এই ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ৫০ লাখের বেশি...