নরসিংদীতে পেশাগত দায়িত্ব পালনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে নরসিংদী পৌর এলাকার আরশীনগর মোড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, যিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় দুজন চাঁদাবাজকে আটক করলে পরবর্তীতে তাদের ছিনিয়ে নিতে একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পুলিশের ওপর...