এই দুই সাংবাদিক আগামী বুধবার (৮ অক্টোবর) সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা হবেন। মালদ্বীপে কনফারেন্স এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে ১২ অক্টোবর তাঁরা তিন দিনের জন্য শ্রীলঙ্কা সফর করবেন এবং এরপর মালয়েশিয়াতে ফিরে আসবেন। এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় ৫০টি রাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তাঁর নেতৃত্বে সম্মেলনে মানবসম্প্রীতি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হবে। এই ক্ষেত্রে প্রবাসে সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমে...