আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এবারের সিরিজে দুই দল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আায়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলতে যাচ্ছেন একটি ঐতিহাসিক মাইলফলক। সবকিছু ঠিক থাকলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে যাচ্ছেন শততম টেস্ট ম্যাচ।দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে, সেখানেই শততম টেস্ট খেলবেন মুশফিক।এখন পর্যন্ত ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরির মাধ্যমে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি। যদিও ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে...