মাত্র ২২ বছরের এক তরুণীকে অপমান করে ইসরায়েলি পতাকায় মুড়ে প্রদর্শন করা হয়েছে। মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অ্যাকটিভিস্ট উইন্ডফিল্ড বিভার জানান, আটক অবস্থায় গ্রেটাকে ধাক্কা দিয়ে সামরিক বাহিনীর প্যারেডে হাঁটানো হয়, এমনকি যথাযথ পানি ও ওষুধও দেওয়া হয়নি। গাজার অবরুদ্ধ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে আটক হওয়া আন্তর্জাতিক ত্রাণকর্মীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, সুইডিশ জলবায়ু আন্দোলনের তরুণ কর্মী গ্রেটা থুনবার্গকেও নির্মমভাবে অপমান করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ত্রাণবাহী ফ্লোটিলা ‘সুমুদ’-এর অংশ নেওয়া তুর্কি সাংবাদিক এরসিন সেলিক জানান, তিনি নিজ চোখে দেখেছেন গ্রেটাকে মাটিতে ফেলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ...