নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে আবারও ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা। পরপর চারবার এই গৌরবময় খেতাব পেয়ে পশ্চিমবঙ্গের রাজধানী নিয়ে গর্ব করছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি এক লাখ মানুষের মধ্যে কলকাতায় অপরাধের হার মাত্র ৮৩.৯, যা দেশের অন্যান্য বড় শহরের তুলনায় অনেক কম। অপরাধ কমে আসার পেছনে কলকাতা পুলিশের উন্নত প্রযুক্তি ও দক্ষ পুলিশিং পদ্ধতির কৃতিত্ব দেওয়া হয়েছে। তবে শহরে সাম্প্রতিক ধর্ষণ-খুনের ঘটনাগুলো এবং আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের পর কলকাতাকে ‘নিরাপদ’ বলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। নির্যাতিতার মা সরাসরি বলেন, “আমরা যা দেখছি, তার সঙ্গে এই প্রতিবেদন মিলছে না। যারা এই রিপোর্ট তৈরি করেছে, তাদের উচিত রাস্তায় নামা এবং বাস্তবতা দেখা। আমার মেয়েকে...