সাদাপাথর লুটকান্ডের পরও প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেট বেড়াতে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের সাদাপাথর, গোয়াইনঘাটের বিছনাকান্দি ও প্রকৃতিকন্যা জাফলংয়ে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে। কবির আহমদ, সিলেট ব্যুরো:সাদাপাথর লুটকান্ডের পরও প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেট বেড়াতে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের সাদাপাথর, গোয়াইনঘাটের বিছনাকান্দি ও প্রকৃতিকন্যা জাফলংয়ে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোপূজো উপলক্ষ্যে টানা চারদিনের ছুটি কাটাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দর্শকদের ভিড়ে হোটেল-মোটেল, বাস-টার্মিনাল, রেল-ষ্টেশন লোকে লোকারণ্য। টিকেট সংগ্রহ করতে গিয়ে অনেককে হিমশিম খেতে হচ্ছে। টানা চারদিনের ছুটিতে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটে এক্সট্রা কোন ট্রেনের বগী না লাগানোর কারণে চরম বিপাকে পড়তে হয়েছে পর্যটকদের। ছয়লেন রাস্তার কাজের কারণে বাসে যেতে সিলেট থেকে ঢাকা ১৮-২০ ঘন্টা লাগে, এরপরও থেমে নেই পর্যটকরা। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এ প্রতিবেদক...