এমএলএসের চলতি মৌসুম শেষে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন ইন্টার মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস। এবার জানালেন, অবসরের আগে ফুটবল থেকে সাময়িক বিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। তার পর মন দেবেন কোচিং ক্যারিয়ারের দিকে। শনিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে বুসকেটসকে সম্মান জানানো হয়। বুসকেটস বলেন, ‘হ্যাঁ, ভবিষ্যতে আমি কোচ হতে চাই। তবে আপাতত কিছুদিনের জন্য বিশ্রাম নেবো। অনেক বছর ধরে ফুটবল খেলছি, উইকেন্ডও প্রায় কাটেনি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা যেমন দারুণ, তেমনি সময়ও কমে যায়। এখন চাই পরিবারকে সময় দিতে, নিজের জন্য সময় রাখতে, সন্তানদের সঙ্গে সময় কাটাতে, ভ্রমণ করতে, ফুটবলকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে। ভবিষ্যতে কী হয় দেখা যাবে। আপাতত বর্তমানেই মনোযোগ দিতে চাই, কারণ এখনো অনেকটা পথ বাকি।’ প্রায় দুই...