কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণার পরও আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে আরও কিছু দিন অপেক্ষা করতে হচ্ছে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সব প্রস্তুতি নিয়েও ‘উদ্বোধনের তারিখ’ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার-কলকাতা-ঢাকা রুটে সাপ্তাহিক একটি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিল। কিন্তু এখনো টিকিট বিক্রি শুরু করতে পারেনি সংস্থাটি। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট শুরুর সুনির্দিষ্ট তারিখ না থাকায় যাত্রী বুকিং প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর কবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হবে- এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাইনি। সে কারণেই কলকাতা রুটের টিকিট বিক্রি শুরু করা যায়নি।’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশন্স অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান ঢাকা পোস্টকে বলেন, বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা...