মানুষ জীবনে যা উপভোগ করে, সবই তার রিজিক। তবে রিজিক পবিত্র এবং বৈধ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে।প্রথমত ব্যবহার্য বা উপভোগ্য বস্তু বা বিষয়টি হালাল তথা পবিত্র ও অনুমোদিত হতে হবে। দ্বিতীয়ত তা প্রাপ্তি বা অর্জনের মাধ্যম হালাল তথা বৈধ হতে হবে। হারাম বস্তু হালাল পন্থায় অর্জন করলেও তা যেমন হারাম, অনুরূপ হালাল বস্তু হারাম পন্থায় উপার্জন করলেও তা হারাম। হালাল উপার্জন স্বতন্ত্র একটি ইবাদত; যা দোয়া ও আমল কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত। কেয়ামতের ভয়ানক দিবসে মহান আল্লাহ প্রত্যেক বিশ্বাসী বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন। এর মধ্যে একটি প্রশ্ন হবে, তুমি কোন পথে উপার্জন করেছ? তাই ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মানবজাতি! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু আছে তা...