আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ডসহ ন্যাটোর বেশ কিছু দেশের আকাশসীমা বার বার লঙ্ঘন করেছে রাশিয়া। ফলে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটো। এর মধ্যে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। খবর আল জাজিরার। পোল্যান্ড এবং এর মিত্র দেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমা সুরক্ষিত করার জন্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে বেশ সতর্ক রয়েছে দেশটি। স্থানীয় সময় রোববার ভোরে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, পোল্যান্ড এবং মিত্র দেশের বিমানগুলো আকাশসীমায় কাজ করছে। অন্যদিকে স্থল-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার রিকনেসান্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক প্রকৃতির এবং এর লক্ষ্য আকাশসীমা সুরক্ষিত করা এবং নাগরিকদের রক্ষা করা, বিশেষ করে হুমকিপ্রাপ্ত অঞ্চলগুলোতে সুরক্ষা নিশ্চিত...