নিজস্ব প্রতিবেদক : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গুলতেকিন তার পোস্টে হুমায়ূন আহমেদের সঙ্গে অতীত দাম্পত্য জীবনের এক দুঃখজনক অভিজ্ঞতা ব্যক্ত করেন। একদিকে গুলতেকিনের যন্ত্রণার প্রতি সহানুভূতি প্রকাশ করেন অনেকেই, অন্যদিকে কেউ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তুলে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় চুপ থাকা যায়নি হুমায়ূনের ছেলে, তরুণ চলচ্চিত্র নির্মাতা নূহাশ হুমায়ূন। তিনি ফেসবুকে লিখেছেন, “একজন শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসা যায়, কিন্তু তার ব্যক্তিজীবনের জটিলতা অস্বীকার করা যায় না। কেউ কোটি মানুষের আনন্দের কারণ হলেও কাছের কারও কষ্টের কারণ হতে পারে। এটা মেনে নিতে হবে এবং কষ্ট পাওয়া মানুষকে চুপ থাকতে বাধ্য করা উচিত নয়।” নূহাশের এই মন্তব্য দু’পক্ষের...