০৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম কিশোরগঞ্জের কটিয়াদীতে পল্লী বিদ্যুতের মিটার রিডিংয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকরা দাবি করেছেন, প্রতি বছরের এপ্রিল মাস থেকে তাদের বিদ্যুতের ব্যবহার দুই-তিন গুণ দেখিয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। এতে গ্রাহকের কোটি টাকারও বেশি টাকা লোপাট হচ্ছে বলে জানা গেছে। পল্লী বিদ্যুতের ক্রমবর্ধমান হারের অনুযায়ী, ১–৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৪.৮৫ টাকা, ৭৬–২০০ ইউনিট ৬.৬৩ টাকা, ২০১–৩০০ ইউনিট ৬.৯৫ টাকা, ৩০১–৪০০ ইউনিট ৭.৩৪ টাকা, ৪০১–৬০০ ইউনিট ১১.৫১ টাকা এবং ৬০০ ইউনিটের বেশি ১৩.৯৫ টাকা ধার্য রয়েছে। এ হারের সুযোগে মিটার রিডিংয়ের সাথে মিল না থাকা ভুতুড়ে বিল তৈরি করা হচ্ছে। পৌর এলাকার ভাড়টিয়া জাকির হোসেন বলেন, চলতি বছরের মার্চে ৮০ ইউনিট ব্যবহারে তার বিদ্যুৎ বিল হয়েছিল ৪৬৪ টাকা। কিন্তু...