০৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্বার ঘোষণা করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করা হবে। তিনি বলেছেন, গাজা উপত্যকাকে অসামরিকীকরণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এই বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এটি অর্জিত হবে সহজ হোক বা কঠিন হোক। শনিবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, “হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। গাজা সামরিকীকরণ মুক্ত হবে। হয় সহজ পথে, নয়তো কঠিন পথে, কিন্তু এটি অর্জিত হবে।” তিনি আশা প্রকাশ করেন, গাজায় হামাসের হাতে থাকা জিম্মি ইসরায়েলিদের কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব হবে। এই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা এবং হামাসের আংশিক সম্মতি রয়েছে। গত শুক্রবার হামাস এক বিবৃতিতে জানায়, তারা গাজায় যুদ্ধবিরতি ও...