০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ওরেগনের একটি ফেডারেল বিচারক। রাজ্য এবং শহরের দায়ের করা মামলার প্রেক্ষিতে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক কারিন ইমারগুট মামলার পরবর্তী শুনানির আগ পর্যন্ত এই আদেশ জারি করেছেন। তিনি বলেন, ‘শহরে সম্প্রতি যে তুলনামূলকভাবে ছোট বিক্ষোভগুলো হয়েছে, তা ফেডারেল বাহিনী মোতায়েনের জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত নয় এবং মোতায়েনের অনুমতি দিলে ওরেগনের রাজ্য সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।’ ইমারগুট লিখেছেন, ‘এই দেশে সরকারী আধিপত্যের অতিরিক্ত প্রয়োগ, বিশেষ করে সিভিল কাজে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে প্রতিরোধের দীর্ঘদিনের ঐতিহ্য আছে।’ তিনি আরও যোগ করেছেন,‘এই ঐতিহাসিক ঐতিহ্য একটি সহজ সত্যে ফিরিয়ে আনে: এটি একটি সংবিধানগত দেশের রাষ্ট্র, সামরিক শাসনের...