বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ দামে আজ (রোববার) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে। স্বর্ণ যেহেতু আমদানিনির্ভর উপাদান, তাই এর দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নিয়মিত এই দাম নির্ধারণ করে থাকে। সর্বশেষ শনিবার (৪ অক্টোবর) রাতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস, যা আজ থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আরো পড়ুন :ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের তবে ক্রেতাদের স্বর্ণের দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং...